
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী দু’ মাসে দেশে প্রায় ৫০ লক্ষ বিয়ে। আর বিয়ে মানেই বিপুল খরচ। সেই বিপুল খরচ, লেনদেন বড় প্রভাব ফেলবে ব্যবসায়। শুধু ব্যবসায় প্রভাব নয়, বড়সড় প্রভাব পড়বে অর্থনীতিতে। কী বলছে সমীক্ষা?
আগামী দু’ মাসে ভারতে অন্তত ৪৮ লক্ষ বিয়ের সম্ভাবনা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মনে করছে এই বিশাল সংখ্যক বিয়ের কারণে মূলত সমৃদ্ধ হবে দেশের ব্যবসা। মনে করা হচ্ছে, এই বিপুল সংখ্যাক বিয়ের খরচ, লেনদেনে ব্যবসা হবে অন্তত ৬ লক্ষ কোটি টাকার।
১২ নভেম্বর থেকে এই বিয়ের মরশুম শুরু হয়েছে, শুধু দিল্লিতেই এই দু’ মাসে অন্তত সাড়ে চার লক্ষ বিয়ের আয়োজন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে এই সংখ্যক বিয়ের কারণে ১.৫ লক্ষ কোটি টাকা লাভ হবে সেখানকার স্থানীয় অর্থনীতির।
শুধু দিল্লি নয়, এবার নজর রাখা যাক খাস কলকাতার দিকেও। ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর, এবং সামনের বছরের শুরুতে পর্যন্ত চলা এই বিয়ের মরশুমে কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকায় ৬০ হাজারের বেশি বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। আর তাতে লেনদেন হবে অন্তত ৬৫ হাজার কোটি টাকার। এই পরিমাণের লেনদেন, ব্যবসা গত মরশুমের থেকে অন্তত ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মরশুমে কেবল কলকাতাতেই বিয়ে হয়েছিল প্রায় ৪৯ হাজার, রাজ্য জুড়ে এই মরশুমে বিয়ের সংখ্যা ছিল দেড় লক্ষের কাছাকাছি। এবছর ইতিমধ্যে তার থেকে অনেক বেশি সংখ্যায় বিয়ে হচ্ছে। তার মধ্যে একটা বড় অংশ থাকছে ‘বিগ ফ্যাট ওয়েডিং’। স্বাভাবিক ভাবেই এতে লেনদেন বাড়বে। শুধু বিয়ে নয়, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মরশুমে বাড়ছে প্রি-ওয়েডিং-এর চাহিদাও। তাত একটা বড় অংশের ব্যবসা হচ্ছে, হচ্ছে বড় লেনদেন।
শহর কলকাতায় লুট আড়াই কোটি টাকা! কীভাবে জানুন ক্লিক করে
সেনাকর্তা সেজে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, অবশেষে গ্রেফতার
এক বাইকে চারজন! উল্টোডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২, আশঙ্কাজনক আরও ২
বেহালার আবাসনে আগুন, কালো ধোঁয়া গোটা এলাকায়
জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত
আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?
নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য
সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা
মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন